উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) গৌরীপুর এর আওতায়, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এর সহযোগীতায় "নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বিষয়ক প্রশিক্ষণ।
বিস্তারিত
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) গৌরীপুর এর আওতায়, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এর সহযোগীতায় "নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা বিষয়ক প্রশিক্ষণ" -এ উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মোফাজ্জল হোসেন খান এবং গৌরীপুর উপজেলা প্রশাসনের কর্ণধার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান মারুফ মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব সালমা আক্তার রুমী এবং জাইকা প্রতিনিধি জনাব মো: মনির উদ্দিন নিশাত।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতা এবং দিকনির্দেশনা ছাড়া কোন বিভাগের কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা অত্যন্ত দূরহ ব্যাপার, ক্ষেত্রবিশেষে প্রায় অসম্ভব। পরিবার পরিকল্পনা বিভাগ গৌরীপুর, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর নিকট কৃতজ্ঞ।